ঢাকার মিরপুর-১৪ এ জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের অধীন বুদ্ধি বা মানসিক প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মোট ৬০ জন। ঢাকার বাইরের ৩০ জন শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে এবং অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাসের ব্যবস্থা রয়েছে। এখানে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয়, যা প্রচলিত প্রাথমিক শিক্ষাক্রম থেকে কিছুটা সহজ ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ন। যেসব শিশুর শারীরিক সমস্যা আছে, তাদেরকে নিয়মিত ফিজিওথেরাপী ও অকুপেশনাল থেরাপী দেয়ার ব্যবস্থা রয়েছে।