Wellcome to National Portal
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৭

পরিচিতি

বাংলাদেশের মোট জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তি। ১৯৯৭ সনের ৩রা ডিসেম্বর    আন-র্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশিয় সমাজভিত্তিক পুনর্বাসন সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে তহবিল গঠনের পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস-বায়নের লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস-বায়নের নিমিত্ত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান- মোতাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের Vetting গ্রহণপূর্বক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-সকম/প্রতিবন্ধী/৪৮/৯৮-৪৩৩, তারিখ: ১৬-১১-১৯৯৯ মূলে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশ গঠিত হয়। ১৬-২-২০০০ তারিখ প্রকাশিত বাংলাদেশ গেজেট এর মাধ্যমে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের সংঘস্মারক ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

বিগত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ফাউণ্ডেশনকে পুনর্গঠন করে। সঠিক দিক নির্দেশনার অভাবে তখন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৬ মে ২০০৯ এ প্রতিষ্ঠানটির কার্যকারিতা বৃদ্ধি করার লক্ষ্যে পুনর্গঠন প্রক্রিয়া রদ করা হয়। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন গণমূখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠাসহ প্রতিবন্ধিতা বিষয়ক উক্ত কার্যক্রমসমূহের টেকসই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার নিমিত্ত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু।