মোঃ খায়রুল আলম সেখ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: খায়রুল আলম সেখ ১৯৬৬ সালের ০২ অক্টোবর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অত্যন্ত মেধাবি ও চৌকষ কর্মকর্তা জনাব খায়রুল আলম ১৯৮১ সালে ঢাকা বোর্ডের এস.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে ও ১৯৮৩ সালে যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে বি.এসসি.এজি(সম্মান) প্রথম শ্রেনীতে ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স বিষয়ে এম.এসসি ডিগ্রী (প্রথম শ্রেণিতে প্রথম) অর্জন করেন ।
জনাব খায়রুল আলম শেখ ১৩তম বিসিএস(প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারি কমিশনার, সহকারী কমিশনার(ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রসাশক, জেলা প্রসাশক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি সিনিয়র সহকারি সচিব, সচিবের একান্ত সচিব, উপ সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে তিনি ধর্ম মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্হ্য মন্ত্রণালয়ের স্বাস্হ্য সেবা বিভাগে কর্মরত ছিলেন।সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে ২৬/১০/২০২০ তারিখ হতে ৯/১০/২০২৩ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ০৯/১০/২০২৩ ইং তারিখ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি দায়িত্বপালন ও গণমানুষের সেবাদানে নিবেদিতপ্রাণ ছিলেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন সময় দেশে-বিদেশে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রিয়া, হাংগেরী, স্লোভাকিয়া, রোমানিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, ইউএই, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সফর করেছেন।
সরকারি অর্থায়নে বিসিএস প্রশাসন একাডেমি ও নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ‘এ’ গ্রেডসহ ‘Masters of Public Policy and Management’ বিষয়ে ২য় মাস্টার্স ডিগ্রি এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ‘এ’ গ্রেডসহ ‘Masters of Public Health’ বিষয়ে ৩য় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকার ‘Duke University’ থেকে পাবলিক ম্যানেজমেন্ট ও ‘University of Alabama, Birmingham’ থেকে পাবলিক ম্যানেজমেন্টে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি জামালপুর জেলার সন্তান পারভীন সুলতানা'র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা ডা: তাবাসসুম ফেরদৌস (শাওলিন), ওয়ায়েজা মো: জাওয়াদ(স্বস্তি) ও তারান্নুম ফেরদৌস (শৈলী)’র জনক ও জননী।