ফিজিওথেরাপি
ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা) – এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ পদ্ধতির চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত।
বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।
যেমন:
অকুপেশনাল থেরাপী
নিম্নলিখিত সমস্যা সংক্রান্ত মানুষদেরকে দেশের ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে বিনামূল্যে অকুপেশনাল থেরাপী সেবা দেয়া হয়ঃ
অকুপেশনাল থেরাপি কি?
যে সকল রোগের চিকিৎসা দেয়া হয়ঃ
অকুপেশনাল থেরাপি চিকিৎসার সুফলঃ
স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী
যে সকল ব্যক্তি (শিশু/বয়স্ক) তাদের গঠনগত অথবা উচ্চারণগত সমস্যার কারণে অন্যের সাথে কথা বলা/ভাব বিনিময়ে বাঁধার সম্মুখীন হয়ে থাকে তাদের জন্য স্পিচ এ্যান্ড লাংগুয়েজ থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা।
রোগীর সমস্যার ধরণ, কারণ ও রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে একজন স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট নির্ধারণ করেন তাকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে। একজন থেরাপিস্ট শুধুমাত্র রোগীর শারীরিক, মানসিক অবস্থাই নয় বরং তার সামাজিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা দিয়ে থাকেন। রোগীকে তার পরিবার এবং সমাজের অন্য সবার সাথে যোগাযোগে সক্ষম করার জন্য সহায়ক সামগ্রীর ব্যবহার/বিকল্প পদ্ধতির ব্যবহার ও পরিবেশষগত পরিবতনের কথাও বিবেচনা করেন স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট।
যাদের জন্য স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি দরকারঃ
শিশুদের ক্ষেত্রেঃ
স্নায়ুরোগ সম্বন্ধীয়ঃ
মানসিক সমস্যা সংক্রান্তঃ
অন্যান্যঃ
হেড-নেক ক্যান্ডারের রোগীদের ক্ষেত্রেও স্পিচ এ্যান্ড ল্যাংগুজে থেরাপিস্ট চিকিৎসা দিয়ে থাকেন।
কাউন্সেলিং
২০০৯ থেকে ২০১৮ সময়কালে সারাদেশে সর্বমোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে প্রতিবন্ধী হাসপাতাল নামে পরিচিতি লাভ করেছে। এসব কেন্দ্রে ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি, ক্লিনিক্যাল স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি এর মাধ্যমে অটিজমের শিকার শিশু/ব্যক্তি এবং অন্যান্য ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে নিয়মিত থেরাপি সেবা, হিয়ারিং টেস্ট, ভিজুয়্যাল টেস্ট, কাউন্সেলিং, প্রশিক্ষণ সেবা এবং বিনামূল্যে সহায়ক উপকরণ হিসেবে কৃত্রিম অংগ, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্র্যাচ, স্ট্যান্ডিং ফ্রেম, ওয়াকিং ফ্রেম, সাদাছড়ি, এলবো ক্র্যাচ ইত্যাদি এবং আয়বর্ধক উপকরণ হিসেবে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে।।