ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিগণের জন্য প্রস্তাবিত কার্যক্রম/প্রকল্পসমূহঃ
(ক) ২১১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক প্রকল্প: প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের থেরাপিউটিক চিকিৎসা সেবা, পরামর্শ সেবাসহ অন্যান্য সেবা প্রদানের নিমিত্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় নতুন করে ২১১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপনের জন্য ‘২১১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। প্রকল্প ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬২০.৬৯ লক্ষ টাকা । মেয়াদ জুলাই ২০২২ হতে জুলাই ২০২৭ পর্যন্তু।
(খ) কম্পিউটার ল্যাব স্থাপন ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প : প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য ‘কম্পিউটার ল্যাব স্থাপন ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। উক্ত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৭৩৩.৭০ (সাতাশ কোটি তেত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা। প্রকল্পটি ৫ (পাঁচ) বছর মেয়াদে (জুলাই ২০২২-জুন ২০২৭) , সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে মর্মে প্রস্তাব করা হয়েছে।
(গ) গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর নির্মান প্রকল্প : রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাস্থ গোপীনাথপুরে একটি বিশেষ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মানের জন্য ‘গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর নির্মান’ শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রনয়ন করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫৩৫.১০ (পনের কোটি পঁয়ত্রিশ লক্ষ দশ হাজার) টাকা। প্রকল্পটি ৩ (তিন) বছর মেয়াদে (অক্টোবর ২০২২-জুন ২০২৫) , সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে মর্মে প্রস্তাব করা হয়েছে।
(ঘ) আমতৈল গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকল্প গ্রহণ : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পের জন্য গ্রাম পঞ্চাতের নিকট হতে জমি অধিগ্রহনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।