Wellcome to National Portal
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২১

উল্লেখযোগ্য অর্জন

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিগত বছরমূহের উল্লেখযোগ্য অর্জনসমূহঃ
 

  1. ১৫ তলা বিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স (সুবর্ণ ভবন) নির্মান প্রকল্প বাস্তবায়ন
  2. ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং প্রতিটি কেন্দ্রে একটি করে অটিজম কর্ণার চালুকরণ।
  3. ঢাকায় ৪ টি, ৬ বিভাগে (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর)  ৬টি এবং গাইবান্ধায় ১ টি সহ মোট ১১ টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালুকরণ।
  4. থেরাপী যন্ত্রপাতি ও সুবিধাদিসহ ৩২ টি বিশেষ ধরণের ভ্রাম্যমান মোবাইল ভ্যান এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপিউটিক সেবা কার্যক্রম পরিচালনা।
  5. অটিজম বৈশিষ্ট সম্পন্ন ও এনডিডি শিশুদের ৭৯২ জন পিতামাতা/ অভিভাবককে প্রশিক্ষণ প্রদান।
  6. বিশ্বব্যাংকের অর্থায়নে ৯২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন।
  7. ফাউন্ডেশনের ক্যাম্পাসে পিতৃ মাতৃহীন “প্রতিবন্ধী শিশু নিবাস” চালুকরণ।
  8. প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসনের লক্ষ্যে চাকরী প্রত্যাশী প্রতিবন্ধী কর্মজীবী পুরুষ ও মহিলা হোস্টেল চালুকরণ।
  9. প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কর্মরত বেসরকারি সংগঠনের মাঝে প্রায় ১১ কোটি ৩৫ লক্ষ ৭৯ হাজার টাকা অনুদান এবং ঋণ বাবদ ২ কোটি ৭১ লক্ষ ২৭ হাজার টাকা বিতরণ।
  10. ফাউন্ডেশন ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার চালুকরণ ও আধুনিকায়ন
  11. প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রায় ৩৪৩৪৬ টি সহায়ক উপকরণ বিতরণ।
  12. প্রকল্পের আওতায় ৭,৫১৯ টি বিভিন্ন ধরনের থেরাপী যন্ত্রপাতি সংগ্রহ ও সেবা কেন্দ্রে বিতরণ।
  13. জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসসহ বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন।
  14. মোবাইল থেরাপি ভ্যান বহরে আরও নতুন ৮ টি থেরাপি ভ্যান সংযোজন কার্যক্রম গ্রহণ।
  15. বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম পরিচালনা।
  16. স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম শিক্ষা কার্যক্রম পরিচালনা;
  17. ঢাকা জেলাধীন সাভার উপজেলার রামচন্ত্রপুর মৌজায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করন।
  18. জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের খেলার মাঠ তৈরীর জন্য গণপুর্ত অধিদপ্তরের সহায়তায় ৬ কোটি টাকার প্রাক্কালন তৈরীপূর্বক মন্তণালয়ে প্রেরণ করা;