Wellcome to National Portal
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২০

জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্প

জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স/সুবর্ণ ভবন নির্মান প্রকল্প বাস্তবায়নঃ 

 

এদেশের প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং প্রতিবন্ধী বিষয়ক সকল কার্যক্রম সমন্বয়নের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতা ও নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ডিসেম্বর ২০১৩ হতে জুন ২০১৮ মেয়াদে জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স/সুবর্ণ ভবন নির্মান প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী গত ৫ ডিসেম্বর ২০১৯ তারিখ উক্ত জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স/ সুবর্ণ ভবনের শুভ উদ্বোধন করেন। 

জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স সংক্রান্ত তথ্যাদিঃ

প্রকল্পের নাম

:

জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স/ সুবর্ণ ভবন নির্মান

একনেক কর্তৃক অনুমোদন

:

৮-১০-২০১৩

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারী

:

১০-১২-২০১৩

প্রকল্পের ভিত্তি প্রস্থ স্থাপন

:

৩-১২-২০১৩ (মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক)

প্রকল্প ব্যয়

:

মূলঃ ৮৩৫৩.১৫, ১ম সংশোধনঃ ১০০০৫.০০ লক্ষ টাকা, বিশেষ সংশোধনঃ ৮৩৯৮.৬৩ লক্ষ টাকা

প্রকল্পের উদ্দেশ্য

:

অন্যান্য সাধারণ মানুষের মতো সকল সুযোগের সমান অংশীদার হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকারসমূহ ভোগ করার মাধ্যমে উন্নততর জীবন যাপনের সুযোগ করে দেওয়া।

এ প্রকল্পের সুর্নিদিষ্ট উদ্দেশ্য হলোঃ (ক) প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের জন্য একটি জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা (খ) প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সচেতন করা (গ) প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এবং সেবা প্রদানের কৌশলগুলো উন্নত করা (ঘ) প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাসের পরিবেশ সৃষ্টি করা (ঙ) বিশেষ স্কুল, ভকেশনাল সার্ভিস, পুনর্বাসন কেন্দ্র, ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদি নির্মানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করা।

প্রকল্পের শুভ উদ্বোধন

  •  

৫-১২-২০১৯ (মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক)

 

জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ভবন ও অন্যান্য স্থাপনা

  • ১৫ তলা বিশিষ্ট ১ টি মাল্টিপারপাস ভবন (প্রতিটি ফ্লোরের আয়তন ৫৮০০ বর্গফুট)
  • ৪ তলা বিশিষ্ট ১ টি বয়েজ ডরমিটরি (প্রতিটি ফ্লোর ২৯২৭ বর্গফুট), আবাসিক সুবিধা ৫৪ জন
  • ৪ তলা বিশিষ্ট ১ টি গার্লস ডরমিটরি ভবন ( প্রতিটি ফ্লোর ১৯১৫ বর্গফুট), আবাসিক সুবিধা ৩৬ জন
  • ৪ তলা বিশিষ্ট ১ টি প্যারেন্টস ডরমিটরি ভবন ( প্রতিটি ফ্লোর ২৭৬২ বর্গফুট), আবাসিক সুবিধা ৬২ জন
  • একাডেমিক ভবনঃ বিদ্যমান ভবন সমূহের সাথে ৩ টি ২ তলা বিশিষ্ট ও ২ টি ৩ তলা বিশিষ্ট ভবন নির্মান করা হয়েছে।
  • মেইন গেইট, সীমানা প্রাচীর নির্মান(আংশিক) এবং অন্যান্য

১৫ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনে বিদ্যমান সুবিধাদি

 

লেভেল-১

অভ্যর্থনা

লেভেল-২

  • ডে কেয়ার সেন্টার
  • বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র

লেভেল-৩

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

লেভেল-৪

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

লেভেল-৫

ইনডোর সার্ভিস ইউনিট

লেভেল-৬

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অফিস

লেভেল-৭

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অফিস

লেভেল-৮

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অফিস

লেভেল-৯

অটিজম সম্পন্ন ব্যক্তিদের সেবাদান কেন্দ্র

লেভেল-১০

  • সেরিব্রাল পালসি (সিপি) সম্পন্ন ব্যক্তিদের সেবাদান কেন্দ্র
  • ডাউন সিনড্রোম সম্পন্ন ব্যক্তিদের সেবাদান কেন্দ্র

লেভেল-১১

  • কাউন্সেলিং সেন্টার
  • টয় লাইব্রেরী
  • বিনোদন কেন্দ্র

লেভেল-১২

  • মাল্টিপারপাস হল
  • মিনি কনফারেন্স রুম

লেভেল-১৩

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-১

লেভেল-১৪

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-২

লেভেল-১৫

  • ক্যাফেটেরিয়া
  • ইউটিলিটি স্পেস

লেভেল-১৬

রুফ গার্ডেন