Wellcome to National Portal
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২২

বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম

সরকারি উদ্যোগের পাশপাশি দেশের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারিভাবে বিভিন্ন এনজিও বা প্রতিষ্ঠানের উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এ সকল বেসরকারি উদ্যোগকে সরকরিভাবে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করার লক্ষ্যে সরকার ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯’ প্রণয়ন করেছে। বর্তমানে এ নীতিমালায় সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতায় সারা দেশে ৭৪টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের শতভাগ বেতন সহায়তা প্রদান করছে। এ কার্যক্রমটি  সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বাস্তবায়ন করে থাকে। বর্তমানে উক্ত স্কুলসমূহে ৯১৪ জন শিক্ষক/কর্মচারী এবং ১১৬৫০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। সরকার এ খাতে ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট এ  ৩৪.৮২ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

 উল্লেখ্য, নতুনভাবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রাপ্ত ২৭ টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।