দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দোড়গোরায় থেরাপিউটিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ৪০টি মোবাইল থেরাপি ভ্যান কাজ করছে। এই ভ্যানের মাধ্যমে বিনামূল্যে আগষ্ট/২০২৩ পর্যন্ত বিনামূল্যে নিবন্ধিত সেবা গ্রহিতার সংখ্যা ৮,৯০,৩৮৬জন এবং প্রদত্ত সেবা সংখ্যা (Service Transaction) ১১,৩৪,৭৫৯টি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এছাড়া, জুন ২০১৭ থেকে বাংলাদেশ সচিবালয়ে একটি মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত ক্যাম্পের মাধ্যমে সপ্তাহে ৩দিন কর্মকর্তা/কর্মচারীদের বিনামূল্যে থেরাপিউটিক সেবা প্রদান করা হচ্ছে। জানুয়ারি ২০২০ পর্যন্ত নিবন্ধিত সেবা গ্রহীতা ১৩৬৪ জন এবং তাদের প্রদত্ত সেবা সংখ্যা (Service Transaction) ২১,১০১ টি। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রতিবন্ধী মানুষের দোর গোড়ায় থেরাপি সেবাগুলো পৌঁছে দেয়া এই ভ্রাম্যমান ভ্যান সার্ভিসের অন্যতম লক্ষ্য।